রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রাজস্ব ফাঁকি ও লাগেজ পার্টির মাধ্যমে আনা মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানে গিয়ে ব্যাবসায়ীদের তোপের মুখে পড়েন শুল্ক গোয়েন্দারা। শনিবার দুপুর ১২টার দিকে শপিং কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

শুল্ক গোয়েন্দাদেরও আটকে রাখে ব্যবসায়ীরা। পরে শুল্ক গোয়েন্দারা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসলে রাস্তা থেকে সরে আসে তারা। তাদের অভিযোগ, অযৌক্তিকভাবে এই মোবাইলগুলো জব্দ করা হয়েছে। কিন্তু শুল্ক গোয়েন্দারা জানান, নিয়ম মেনেই অভিযান পরিচালনা করেছেন তারা।

ব্যবসায়ীরা জানান বলেন, ”বিনা নোটিসে শুল্ক গোয়েন্দারা আমাদের মোবাইল মার্কেটে অভিযান চালিয়ে কোটি টাকার মোবাইল ছিনিয়ে নিয়েছে। তারা স্থানীয় পুলিশকে কিছু না জানিয়েই এ অভিযান চালায়। তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা তাদের পথ রোধ করে মোবাইলগুলো ফেরত চায়।” বিক্ষোভরত এক ব্যবসায়ী বলেন, ”প্রতি ঈদের আগেই শুল্ক গোয়েন্দারা এখানে এসে ব্যবসায়ীদের হয়রানি করে। তারা মোবাইল নিয়ে যায় এবং সেগুলো ফেরত দেয় না।”

তবে জিয়াউদ্দিন বলেন, “নিয়ম মেনে বসুন্ধরা মার্কেটে অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলে তাদেরকে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজ পরীক্ষা করে মোবাইল ফেরত দেয়া হবে।” এক পর্যায়ে দুপুর ১টার দিকে ব্যবসায়ীরা বিপণি বিতানটির সামনের পান্থপথ থেকে কারওরান বাজারমুখী রাস্তায় অবস্থান নেন। তবে ৩টার দিকে তারা রাস্তা ছাড়েন। পরে ঘটনা সামাল দেয়ার জন্য র‌্যাব ও পুলিশের অতিরিক্ত টিম মোতায়েন করা হয়।

রুজমিলা হক
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে