অর্থনীতিবিদ আবুল বারকাত মনে করেন, বেকারত্বের হিসাবে পরিসংখ্যান ব্যুরো’র পদ্ধতিগত ত্রুটি রয়েছে। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জন বাজেট ২০১৮’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বক্তারা বলেন, বাজেটের আকার নয় বরং আলোচনা হওয়া উচিত গুণগত বাস্তবায়ন নিয়ে।

নতুন অর্থবছরের বাজেট কেমন হবে তার চেয়েও গুরুত্ব পাওয়া উচিত চলতি অর্থবছরের বাজেটের বাস্তবায়ন কেমন হয়েছে তার বিশ্লেষণ। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নের তাগিদ দেন আলোচকরা।

এসময় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতের গুরুত্ব বিবেচনায় বরাদ্দ বাড়ানোর তাগিদও দেন তারা। এছাড়াও গামেন্টস শিল্পসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালুর তাগিদ দেন বক্তারা।

নোমান রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে