ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটার আফতাবকে । আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তবে কয়েক বছর হলো ‘সাবেক’ হয়ে গেছেন।এবার কোচিং ক্যারিয়ারও জোরেসোরে শুরু করতে যাচ্ছেন চট্টগ্রামের তারকা ক্রিকেটার ।
এছাড়া অনেক আগ থেকেই কোচিং করে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।দীর্ঘদিন প্রাইম ব্যাংকের কোচের দায়িত্ব পালন করা জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবার চলে এলেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে। প্রাইম ব্যাংকের পরিবারের সদস্যের মতো হয়ে থাকা জাতীয় দলের এই ক্রিকেটারকে এবারের লিগে আবাহনীর কোচের ভূমিকায় দেখা যাবে।গতকাল রবিবার প্রিমিয়ার লিগের দলবদলে আইকন ক্রিকেটাররা সারা ফেললেও ভেতরে ভেতরে গুঞ্জন ছিলো কে কোন্ দলের কোচ হচ্ছেন। বিশেষ করে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও খালেদ মাহমুদ সুজন তারা কোন্ ক্লাবের কোচ হচ্ছেন।
দীর্ঘদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তার কোচিংয়ে গতবার লিগ চ্যাম্পিয়ন হয় প্রাইম ব্যাংকের দলটি। এবারও সেই ক্লাবেই থাকবেন এমনটিই আশা করছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান তানজিল চৌধুরী। খালেদ মাহমুদ সুজনের চলে যাওয়াটাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি তানজিল, ‘আসলে তিনি আমাদের এখানে দীর্ঘদিন ছিলেন। এবারও আমাদের সাথেই তার থাকার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে রাখতে পারিনি। আবাহনী নিয়ে নিয়েছে।’ সুজনের পরিবর্তে প্রাইম ব্যাংকের কোচের দায়িত্বে থাকবেন আব্দুল করিম জুয়েল।
স্পোর্টস ডেস্ক , বিডি টাইমস নিউজ ।