রোববার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেরা পুলিশ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর ও তেজগাঁও বিভাগ।
তিনি বলেন, গত মাসের কাজের গড় হিসেবে ক্রাইম কনফারেন্সে এ মূল্যায়ন হয়েছে। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন এবিএম জাকির হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হয়েছেন সূত্রাপুরের ওসি তপন চন্দ্র সাহা, শ্রেষ্ঠ এসআই মিরপুর মডেল থানার রাশেদুজ্জামান ও শ্রেষ্ঠ কনস্টেবল নির্বাচিত হয়েছেন দারুস সালাম থানার সঞ্জয় কুমার মোহন্ত।
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ হয়েছে গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগ, অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহিনুর আলম পাটোয়ারী, ট্রাফিক বিভাগে ট্রাফিক পূর্ব বিভাগ এবং ট্রাফিকের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হিসেবে মো. জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে আব্দুর রাজ্জাক হাওলাদার এবং বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের অধিকার লাভ করে কাউন্টার টেরোরিজম বিভাগ।
সভায় বিভিন্ন মামলার অগ্রগতি ও আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসানসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের ডিসি, এডিসি, এসি ও সংশ্লিষ্ট থানার ওসিরা উপস্থিত ছিলেন।