বেলা এগারোটা থেকেই মেঘাচ্ছন্ন হয়ে পড়ে ঢাকার আকাশ। টানা সরকারি ছুটির মধ্যে আজ একটি কর্মদিবস হওয়ায় রাজধানীতে যানবাহনের চাপ কম ছিল। তবে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে যানবাহনের জটলা দেখা গেছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার সকাল সোয়া সাতটায়, রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইউনিয়নের নওপাড়া গ্রামে ক্ষেতে কীটনাশক দেয়ার সময় বজ্রপাতে মারা যান এক কৃষক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও, জামালপুরের ইসলামপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ, পাবনার পাকশি, দক্ষিণ সুনামগঞ্জ, চুয়াডাঙ্গার কুতুবপুর ও হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকসহ ৯ জন মারা গেছেন।
আর রাজবাড়ির নবাবপুরের জাউডাঙ্গী গ্রামের মতিন শেখ বজ্রপাতের সময় নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। বালিয়াকান্দী হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া নাটোরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আম, লিচু ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চলনবিল ও হালতিবিলে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, সোমবার সকালে বৈরি আবহাওয়ার কারণে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন-বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, ঝড়ো আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০ টা থেকে ফেরি চলাচলসহ এ নৌরুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে ঢাকার দিকে আসা দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। বাতাসের গতিবেগ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান মোহাম্মদ শফিকুল ইসলাম।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট থেকে সারা দেশে সব পথে লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
মাহমুদা আক্তার অন্তি
বিডি টাইম্স নিউজ