উন্নয়নশীলে উত্তরণ হলেও দেশে এখনও উদ্ভাবনী নীতিমালার অভাব। তাই টেকসই উন্নয়নে এখনই সঠিক কৌশল প্রণয়ন জরুরি। সকালে রাজধানীতে এমসিসিআই আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বিশ্লেষকরা।

তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জাব্বার বলেন, ডিজিটাল শিল্প বিপ্লবে সরকারের সঙ্গে বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। গত মাসে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সব ঠিক থাকলে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে ২০২৪ সালে। কিন্তু লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত দিক থেকে কতটুকু প্রস্তুত বাংলাদেশ। এ নিয়ে সেমিনারের আয়োজন করে মেট্রোপলিট্যান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই)।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন টেকসই প্রযুক্তির সমন্বয়। উদ্ভাবনী শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো। প্রয়োজন প্রযুক্তি বান্ধব শিক্ষা ব্যবস্থার। কিন্তু দেশে উদ্ভাবনী নীতিমালার অভাবই এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জাব্বার বলেন, উন্নয়নশীল দেশের কাতারে যেতে নতুন প্রযুক্তির সঙ্গে আরও সম্পৃক্ত হতে হবে। বিদেশ নির্ভরতা কাটিয়ে নিজেদের মেধাসত্ত্বের মূল্যায়ন জরুরি। এবছরের মধ্যে দেশের ছিটমহল দ্বীপ ও হাওর এলাকাতেও ইন্টারনেট সংযোগ দেয়া হবে বলেও জানান তথ্য প্রযুক্তিমন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে