হংকংয়ে জকি কাপ ফুটবলের শিরোপা জয়ী অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের সংবর্ধনা। তাই উপস্থিত দলের সব খেলোয়াড় কর্মকর্তা। বাফুফে আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন আয়োজন করে এ সংবর্ধনার।

সাফ চ্যাম্পিয়ন দল হিসেবে জকি কাপে জয় পাওয়াটা বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য অধিনায়ক মারিয়া মান্ডার। অনুষ্ঠানে দলের আগামী দিবের পরিকল্পনার কথা তুলে ধরেন হংকং মিশনের কান্ডারী, কোচ গোলাম রাব্বানী ছোটন। সামনে অন্তর্জাতিক ফুটবলের বড় আসর কংকা কাপ। সে টুর্নামেন্টে অংশ নিতে চায় দল। এরই মধ্যে রেজিস্ট্রেশনও পাঠিয়েছে বাফুফে, জানালেন বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।

কংকা কাপ বা ওয়ার্ল্ড কাপ যাই হোক না কেন, বড় আসরগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজন বড় প্রস্তুতির। বাফুফে এখন জোর দিচ্ছে সেদিকেই।

মাহমুদা আক্তার অন্তি,
স্পোর্টস ডেস্ক | বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে