বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন সরকার আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। আর আগামী ৩০ জুনের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুতায়িত করবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আনাচে কানাচে আলোকিত হচ্ছে। আলোকিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

তিনি আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছেন। এখন বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নামে পরিচিতি বহন করছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পোরশা সাপাহার নিয়ামতপুর উপজেলাসমুহে আমের ব্যপক উৎপাদনের কথা উল্লেখ করে আরও বলেছেন এই এলাকায় আমের প্রক্রিয়াজাত করনে প্রয়োজনীয় শিল্পায়িত হলে এই এলাকায় গ্যাস সরবরাহ করা হবে। যেহেতু বর্তমান সরকার সারাদেশে পরিকল্পিতভাবে শিল্প এলাকা গড়ে তুলতে বদ্ধ পরিকর। সেহেতু প্রয়োজন হলে বিদ্যুৎ প্রয়োজন হলে গাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী ৫ বছরের জন্য এ
সরকরাকে আবারো ক্ষমতায় আনতে হবে বলে তিনি জনগনের প্রতি আহবান জানান। আমরা উন্নত দেশে প্রবেশ করেছি। কাংখিত উন্নয়নশীল দেশে পরিনত করতে হলে আগামাী ৫ বছর আমাদের কাজ করতে হবে। জনগনকে সেই সুযোগ আমাদের দিতে হবে। বিগত দিনে যারা আগুন দিয়ে মানুষ পুড়েছে, সন্ত্রসাী কর্মকান্ড চালিয়েছে, দেশকে অস্থিতিশীল করে তুলেছে তাদের দ্বারা দেশের কতটুকু উন্নয়ন সম্ভব বলে তিনি জনগনের কাছে প্রশ্ন রাখেন। বিদ্যুত প্রতিমন্ত্রী পোরশা উপজেলার ৬টি
ইউনিয়নে মোট ৫ হাজার ৮৯১জন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন করেন। এর মধ্যে নিতপুর ইউনিয়নে ১৮২৬জন, তেতুলিয়া ইউনিয়নে ১২৪৪জন, ছাড়া ইউনিয়নে ৭৭১জন, গাংগুড়িয়া ইউনিয়নে ৩৬৮জন, ঘাটনগর ইউনিয়নে ৮৩২জন এবং মুর্শিদপুর ইউনিয়নে ৮৫০জন গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতি-২ মোট ১৩ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৮৩ দশমিক ২৩৮ কিলোমিটার লাইানেজ সম্পন্ন এসব প্রকল্প বাস্তবায়ন করেছে।

উপজেলার কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে পোরশা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল হোসেন এবং স্থানীয় গাংগুড়িয়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মনজুর মোরশেদ বক্তব্য রাখেন।

আব্দুর রউফ পাভেল
নওগাঁ, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে