নওগাঁর মান্দায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিকে উপজেলার সাবাইহাট ব্রীজ সংলগ্ন সিন্দুপানিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহি ‘খাজা বাবা’ নামে একটি বাস সিন্দুপানিয়া নামক স্থানে পৌঁছলে বাসের সামনের ডান পাশের চাকাটি ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার নিচে পাশের ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, প্রথমে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করেন।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তবে ক্রেন ছাড়া বাসটি উদ্ধার করা সম্ভব নয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন নিহতদের ঘটনা ঘটেনি। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ, বিডি টাইম্স নিউজ