জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি।ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে পোশাক পরিচ্ছদসহ নানা ঈদ সামগ্রী দেয়া হয়েছে। শনিবার সকালে শহরের আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে সামাজিক সংগঠন “ হারাবো না ৯০” এর বন্ধুমহলের উদ্যোগে এই মানবিক কর্মসূচী পালন করা হয়।

এ সময় ৭শ অসহায় ও বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাত্র ৫ টাকায় শার্ট, প্যান্ট, গেঞ্জি, স্কার্ট, ফ্রক, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ঈদ আনন্দ হউক সবার” এমন ভাবনা থেকেই সংগঠনের বন্ধুমহল একযোগ হয়ে সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করার জন্য এই কর্মসূচী পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসক, শিক্ষক,সরকারি চাকুরীজীবী, এডভোকেট, সাংবাদিক, ব্যবসায়ীসহ বন্ধু মহলের সদস্যরা অংশগ্রহন করেন। সকলে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালে ঈদ আনন্দ সবাই উপভোগ করতে পারবে। বন্ধু মহলের কর্মসূচীতে যে ৫ টাকা নেয়া হয়েছে তা পরবর্তীতে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে