রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। চতুর্থ ধাপে  নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছেন নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউপির পরাজিত সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মোছা:রেহেনা বেগম। শনিবার সকালে ইউনিয়নের খালিশা চৌধুরীপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ  করে ভোট পুন:গণনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এ ইউনিয়নের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডে  বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয় হেলিকপ্টার প্রতীকের প্রার্থী রেজেকা বেগমকে। তিনটি কেন্দ্রে তিনি  মোট ভোট পেয়েছেন ১৩৪০ টি। তাঁর চেয়ে ১৩ ভোট কম দেখিয়ে আমাকে পারাজিত দেখানো হয়েছে। কিন্তু দুটি কেন্দ্রে উপস্থিত  ও কাস্ট ভোটের হিসেব গরমিল রয়েছে। কেন্দ্র দুটিতে উপস্থিতের চেয়ে ২১ টি ভোট কম কাস্ট দেখানো হয়েছে। এর মধ্যে  খালিশা বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ও ডাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮ টি।

তিনি আরও বলেন, কেন্দ্র দুটির  প্রিজাইডিং কর্মকর্তার যোগসাজশে কারচুপির মাধ্যমে  তাঁকে পরাজিত করা হয়েছে। তাই  ভোট পুন:গণনার দাবি জানান তিনি।  সংবাদ সম্মেল্পনে  তাঁর নির্বাচনী পোলিং এজেন্টসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে