প্রিতম মজুমদার, কুষ্টিয়া সংবাদদাতা।। মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধুদেশ ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর৷ ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ৫০ তম বছরকে স্মরণীয় করে রাখতে ‘ওয়ান বাংলাদেশ’ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সোমবার ৬ ডিসেম্বর ২০২১ বিকেলে পৌরসভা চত্বরে এক র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওয়ান বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মোস্তফা জামাল হ্যাপির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. সুধাংশু কুমার বিশ্বাস, দেবাশীষ বাগচী, ড. আব্দুল্লাহ আল মাসুদ, চায়না চক্রবর্তী, আনিসুল কবীর প্রমুখ। এ বছর ভারত-বাংলাদেশ সহ ১৮ টি দেশে এই দিনটি মৈত্রী দিবস হিসেবে পালিত হচ্ছে।
অনুষ্ঠানে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের প্রগতিশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে