বিচারের দীর্ঘসূত্রতায় ৭ বছর ধরে আটক ১৩৯ হাজতির বিচার ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতে চলা মামলার সবশেষ অবস্থার প্রতিবেদন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট মনিটরিং সেলে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এই নির্দেশনা দেন। হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছে, মামলার তদন্ত কর্মকর্তাদের যথা সময়ে সাক্ষ্য উপস্থাপন করতে হবে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দেশের ৬৮ জেলার ডিসি ও এসপিকে বিচারকাজ শেষ করতে সাহায্য করারও নির্দেশনাও দিয়েছে সর্বোচ্চ আদালত।

ন্যাশনাল ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে