জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল কোটের মাধ্যমে একটি  সিএনজি ষ্টেশনকে জরিমানা করা হয়েছে। বিজয়নগর উপজেলা  নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমদ এর নেতৃত্বে মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলার সীমানার ভিতরে থাকা ৩ টি তেলের পাম্পে ঠিকঠাক মত তেল বিক্রয় করা হচ্ছে কিনা পরীক্ষা করা হলে “ইসলামিয়া ফিলিং স্টেশন” এ অকটেনের পরিমাণ লিটারে কিছু কম দেয়া হচ্ছে দেখতে পায় এবং পরীক্ষা করে কম দেওয়ার প্রমান মিলে। উক্ত অপরাধের প্রেক্ষিতে “ইসলামিয়া ফিলিং স্টেশন” কে  ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদন্ডে দন্ডিত করে মোবাইল কোর্ট।  এছাড়াও অননুমোদিত ভাবে করাত কল পরিচালনা করার অপরাধে আরো ২ টি মামলায় একই প্রতিষ্ঠান কে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) অর্থদন্ডে দন্ডিত করা হয়।  তাদেরকে ভবিষ্যতের জন্য মৌখিক ভাবে শতর্ক করে দেওয়া হয়।

বিজয়নগর উপজেলা  নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমদ বলেন, জনস্বার্থে এই  অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাই তিনি সকলকে তাদের প্রতিষ্ঠান/ব্যবসার লাইসেন্স না থাকলে তা দ্রুত করে ফেলার অনুরোধ জানান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে