মোস্তফা কামাল ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা।। ফরিদগঞ্জে ইজিবাইক শ্রমিকের ওপর হামলা-
নির্যাতনসহ বাইক আটক করে পৌর কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক নিবন্ধন করার অভিযোগ করা হয়েছে।একইসঙ্গে লাইসেন্সের নামে ইজিবাকি প্রতি সাড়ে চৌদ্দ হাজার টাকা নেয়া হচ্ছে মর্মে শ্রমিকরা দাবী করেছেন। অবিলম্বে নির্যাতন ও হয়রানি বন্ধের দাবীতে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২১-এ নভেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে ‘ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক অধিকার রক্ষা কমিটি’।
গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওইসব অভিযোগ করেন ও সমাবেশের ঘোষণা দেন কমিটির নেতৃবৃন্দ। ‘ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক অধিকার রক্ষা কমিটি’ কর্তৃক অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক জাহাঙ্গীর হোসেন। বক্তব্যে অভিযোগ করা হয়েছে, শ্রমিকদের সাথে কোনোরূপ আলোচনা ছাড়াই ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক ব্যাটারী চালিত অটোবাইক প্রতি নিবন্ধনের ফি এর নামে সাড়ে চৌদ্দ হাজার টাকা আদায় করছে। যারা ফি দিতে চাইছেন না তাদের ওপর হামলা ও শারীরিক নির্যাতন, বাইক আটক করার ঘটনা ঘটেছে। পৌরসভার সামনের রাস্তায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে ওইসব নির্যাতনের ঘটনা ঘটছে। এতে শ্রমিক জনতার মধ্যে আতংক ও ক্ষোভ বাড়ছে। যে কোনো সময়ে বিস্ফোরণ ঘটতে পারে। সম্মেলনে ত্রি-পাক্ষিক বৈঠক ডেকে আলাপ আলোচনার মাধ্যমে চলমান সমস্যার স্থায়ী সমাধান, ন্যায় সঙ্গত লাইসেন্স ফি নির্ধারণ করার আহবান জানানো হয়েছে। এছাড়া, সকল হয়রানিমূলক কর্মকান্ড বন্ধের দাবীতে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২১-এ নভেম্বর সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। সম্মেলনে বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য মুক্তিযোদ্ধা কমরেড আলমগীর হোসেন দুলাল বলেন, পৌরমেয়র আবুল খায়ের পাটওয়ারী একজন সংগ্রামী মানুষ ও মুক্তিযোদ্ধা। তার দ্বারা এহেন কর্মকান্ড দুঃখজনক। মেয়র বরং শ্রমিকদের পক্ষে থাকার কথা। কিন্তু, তার বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অনতিবিলম্বে এহেন কর্মকান্ড বন্ধ করার জন্য তিনি আহবান জানিয়েছেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) নেতা জি.এম বাদশা। উপস্থিত ছিলেন খোরশেদ আলম, নান্নু মৃধা, রেজাউল করিম, আবদুল মালেক,রেজাউল হক, রেজাউল ভুঁইয়া, মালেক প্রমুখ।
ফরিদগঞ্জ (চাঁদপুর)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ