জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। বিকল্প আয়বর্ধক হিসেবে  ছাগল পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার  আশুগঞ্জ উপজেলার ২০ জন জেলে। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ও আশুগঞ্জ মৎস্য অফিস কর্তৃক মঙ্গলবার দূপুরে এসব ছাগল বিতরণ করা হয়।

আশুগঞ্জ  উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বাপ্পি। উক্ত ছাগল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ পিআইও মোহাম্মদ আন্দুল মাবুদ,উপজেলা প্রোগ্রাম অফিসার  মোঃ আবদুল্লাহ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকার মৎস্যজীবীদের জন্য নানা উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসেবে আয় বাড়ানোর জন্য ছাগল দেওয়া হচ্ছে। এসব ছাগল প্রতিপালন করে বিকল্প আয় করতে  সকলের প্রতি আহবান জানানো হয়। অনুষ্ঠান শেষে ২০ জনকে দুটি করে মোট ৪০ টি ছাগল বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে