জহির  সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রাতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির প্রাতিপাদ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি। উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুবি জাহান খন্দকার, আশুগঞ্জ মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আশুগঞ্জ পূর্ববাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমরান মোল্লা ও যাত্রাপুর দর্জি মহিলা সমবায় সমিতির সভানেত্রী শিরিনা আক্তার।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা  সমবায় অফিসার রুবিনা আক্তার। আলোচনা সভায় টেকসই উন্নয়ন তথা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সমবায় আন্দোলকে আরো জোরদার করার উপর গুরত্বারোপ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে