জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৮২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৫ শত ৭৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিতে দেখা গেছে। সরাইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া নোয়াগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন,কালিকচ্ছ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন,শাহবাজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন,শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন,চুন্টা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪১জন,পানিশ্বর উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন,অরুয়াইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং পাকশিমুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তবে সর্বাধিক প্রার্থী চেয়ারম্যান পদে পাকশিমুল ইউনিয়নে ১৮ জন। তাছাড়া অরুয়াইল ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে সরাইল ও পাকশিমুল ইউনিয়ন পরিষদে ৪৭ জন করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে এবং আগামী ২৮ নভেম্বর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে