আশরাফুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি।। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপসনালয় ঘরবাড়ীতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা লক্ষ্যে বিএমএ,সিরাজগঞ্জ, ও স্বাচিপ সিরাজগঞ্জ এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকালে বিএমএ ও স্বাচিপ এর মানববন্ধন অনুষ্ঠানে সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা:জহুরুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডা: জাহিদুল ইসলাম হিরা।

এ সময় বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা: মো.সাইফুল ইসলাম, বিএমএ সাধারন সম্পাদক ডা: আকরামুজ্জাম,শহীদ এম এ মুনসুর আলী মেডিক্যালে শিশু রোগ বিশেষজ্ঞ ডা:আমিনুল ইসলাম,মেডিনোভা হসপিটালের সার্জারী বিশেষজ্ঞ সার্জন ডা: নিত্য রঞ্জন পাল, শিশু বিশেষজ্ঞ ডা: কামরুল হাসান পারভেজ, হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ ডা : পরিমল চন্দ্র মদক, ইন্টার্নি ডা: অ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক ডাঃ সোহান, নার্সিং অ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক মমতাজ মহল,সেবা তত্ত্বাবধায়ক নার্সিং সুপারভাইজার সিনিয়র ষ্টাফ নার্স শুকলা, সহ নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা এ সময় এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তৃতারা বলেন, দেশ স্বাধীনের পূর্ব হতে যে ভাবে সাম্প্রদায়িক নির্যাতন করা হতো ঠিক সে ভাবেই দেশ স্বাধীনের পরেও হিন্দুদের নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। এসব নির্যাতনের কোন বিচার হচ্ছে না। স্বাধীনতা যুদ্ধে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরাও সম -অংশীদার। সকল ধর্মের লোকই এই রাষ্ট্রের নাগরিক।নাগরিক হিসাবে জান মালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে