আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে। সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, লুটপাট,অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনার প্রতিবাদে দেশব্যপী গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁয় এই কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা কমিটি।

মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যপী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা কমিটির সভাপতি মনোয়ার হোসেন লিটন এতে সভাপতিত্ব করেন। মানববন্ধন কর্মসূচী থেকে আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তকারী বাংলাদেশ থেকে সাম্প্রতিক সৃষ্ট সাম্প্রদায়িতকা নির্মূলের আহবান জানিয়ে এবং কুমির্ল্লা ঘটনার প্রকৃত দোষীদের প্রেফতরের দাবী জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জেট নওগাঁ জেলা কমিটির  উপদেষ্টা প্রফেসর মাঃ শরিফুল ইসলাম খান, মোঃ কায়েস উদ্দিন, মোসাদ্দেক হেসেন, সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি এ্যাড, মুকুল চন্দ্র কবিরাজ, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র এবং সাধারন সম্পদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে