আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা।।সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় সিরাজগঞ্জ মুজিব সড়ক রোডস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এ্যাড বাবু বিমল কুমার দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী প্রান গোবিন্দ চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য বাবু কল্যান কুমার সাহা,পুজা উদযাপন পৌর শাখার সভাপতি হীরক গুন, সাধরন সম্পাদক রিংকু কুন্ডু, জেলা জাসদ এর সাধারণ সম্পাদক আবু বক্কর ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,সদর থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিজয় দত্ত অলক,জেলা বাসদের আহবায়ক বাবু নব কুমার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, আদিবাসী ফোরামের নেতা শিপন,তৃণমূল নেতা অপু ও চঞ্চল প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

বক্তারা আরো বলেন, বিজয় দশমী সিরাজগঞ্জে যমুনার পারে প্রতিমা ভাংচুর ও হিন্দু সনাতন ধর্মের ভক্তদের শারীরিক ভাবে আঘাত করায় মানববন্ধন ও সমাবেশ থেকে দোষীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে, সিরাজগঞ্জের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেন।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে