জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্ততি’ এ প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ রাফি উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাবুদ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় ফায়ার সার্ভিসের পরিবেশনায় উপজেলা চত্বরে  ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে