সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার অনন্তপুর গ্রামে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা যুবদলের দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া যায়নি। তবে পুলিশ এক ছাত্রদল নেতাসহ কয়েকজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কসবা যুবদলের নতুন কমিটি ঘোষণা হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলও করে একটি পক্ষ। এ অবস্থায় পুলিশ আগে থেকেই সতর্কতা অবলম্বন করে আসছিলেন। সোমবার সকালে নতুন কমিটির পক্ষে আনন্দ মিছিল বের করে অপর একটি পক্ষ। ফলে উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশের ধাওয়া খেয়ে সরে যান মিছিলে থাকা যুবদল নেতাকর্মীরা।
এদিকে, ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোপ্রধান পিযূষ কান্তি আচার্য্য, সময় টিভির ক্যামেরাপারসন জুয়েলুর রহমান, কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ ম হারুণুর রশিদ ঢালীসহ অন্তত ১০ জন আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক পিযূষ কান্তি আচার্য জানান, হঠাৎ আসা একটি ঢিলে তিনি আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছে। আঘাতটা মারাত্মক কিনা এ জন্য তিনি কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে ও জানান।