মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধি।। বগুড়ার শিবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে যুবকের ধাক্কায় কফিরন বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। কিচক ইউনিয়নের বেঙ্গদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাতাইর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কফিরন বেগম একই গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০০০০ টাকা চাইতে যান, এসময় বাড়ির পাশে রাস্তায় রাজ্জাকের সঙ্গে কফিরনের দেখা হয়। তখন পাওনা টাকা চাওয়া নিয়ে বৃদ্ধার সঙ্গে রাজ্জাকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মাটিতে পড়ে গিয়ে ইটের সঙ্গে মাথায় লেগে গুরুতর জখম হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কফিরনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে বৃদ্ধার ছেলে আজিজুল হক আব্দুল রাজ্জাকসহ চারজনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।’
বগুড়া,নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ