বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন লাস্ট মাইল লাইফ আয়োজন করে সপ্তাহব্যাপী আয়োজন ‘পিস প্রোগ্রাম ২০২১’। ১৭ সেপ্টেম্বর মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালার মাধ্যমে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজন ২০ সেপ্টেম্বর একটি সফল আন্তর্জাতিক ওয়েবিনার সম্পন্ন করে এবং সম্পূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটে ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস এর শেষ প্রহরে, একটি ন্যাশনাল ওয়েবিনার এর মাধ্যমে। এ বছরের বিশ্ব শান্তি দিবসের প্রতিপাদ্য ছিল ‘রিকভারিং বেটার ফর এন ইক্যুয়িটেবল এন্ড সাসটেইনেবল ওয়ার্ল্ড’’। সপ্তাহব্যাপী এই আয়োজনের মূল আর্কষণ ছিল আন্তর্জাতিক ওয়েবিনার ও ন্যাশনাল লাইভ সেশন। কমনওয়েলথ ইয়ুথ পিস এম্বাসেডর নেটওয়ার্ক বাংলাদেশ (সাইপান বাংলাদেশ) এর সহযোগিতায় লাস্ট মাইল লাইফ সেশন দুটির আয়োজন করে।
২০ সেপ্টেম্বর ‘বিল্ডিং পিস টুগেদার: রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ওয়ার্ল্ড’ শিরোনামে আন্তর্জাতিক ওয়েবিনারটি আয়োজিত হয়, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বক্তারা আলোচনায় যুক্ত হন। প্যানেলিস্ট হিসেবে ছিলেন- এডলা পুওস্কারি (প্রোগ্রাম ম্যানেজার, ফিন চার্চ এইড), টেট স্যু (এক্সিকিউটিভ ডাইরেক্টর, পিস পয়েন্ট – মায়ানমার), আলী আসিফ (কো- ফাউন্ডার, কাফকা ওয়েলফেয়ার অর্গানাইজেশন), ড. মোতাহার আকন্দ (চেয়ারপারসন, রাইট সেন্টার ট্রাস্ট), পিটার রিডল (কনভেনর, ইনিশিয়েটিভ ফর রিকনসিলিয়েশন), কুররাতুল আইন (এক্টিভ রিসার্চার, সেন্টার ফর ডেভেলপমেন্ট প্র্যাক্টিস, অ্যালামনাই, সাইপান বাংলাদেশ)। এডলা পুওস্কারি সহিংস চরপন্থা ও এটি নির্মূলে তার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। পিটার রিডেল আলোচনা করেন অভ্যন্তরীণ বা মানসিক শান্তি ও তার অর্জনের উপায় নিয়ে। এছাড়াও প্রত্যেক আলোচক তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা এবং মতামতের মাধ্যমে শান্তি এবং শান্তি প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ও তরুণদের শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।
অতঃপর ২১ সেপ্টেম্বর, বিশ্ব শান্তি দিবসের প্রাক্কালে ‘জার্নি টুওয়ার্ডস এ পিসফুল বাংলাদেশ: এক্সপেরিয়েন্সেস, চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাসপেক্টস’ শিরোনামে লাইভ সেশন আয়োজিত হওয়ার মাধ্যমে পর্দা নামে পিস প্রোগ্রামের। উক্ত লাইভ সেশনে বাংলাদেশ পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় বাস্তবতা এবং প্রতিকূলতা বিষয়ে পরামর্শ দেন যে বিজ্ঞবক্তারা তারা হলেন- ড. মো: তৌহিদুল ইসলাম (সহকারী অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়), জিয়া উদ্দিন (প্রোগ্রাম ম্যানেজার, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস), মিথিলা হক (কো অর্ডিনেটর, সাইপান বাংলাদেশ), মো: শরিফুল ইসলাম (আইবিপি কো অর্ডিনেটর, ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স, ব্রিটিশ কাউন্সিল)। আয়োজনের মডারেটর হিসেবে থাকেন নিশাত আনজুম সেমন্তী, হেড অফ অপারেশন, লাস্ট মাইল লাইফ। বিজ্ঞজনদের উক্ত আলোচনায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একাডেমিক এবং প্রায়োগিক- উভয় ক্ষেত্রই আলোচিত হয়েছে। আয়োজনটি তরুণদের শান্তি প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিকরণসহ বিভিন্ন ব্যাপারে মতামত তুলে ধরার মাধ্যমে চিন্তা ও উৎসাহের খোরাক যুগিয়েছে দর্শকদের মাঝে।
পূর্বে এই সপ্তাহব্যাপী পিস প্রোগ্রামের উদ্বোধনী আয়োজন হিসেবে ১৭ সেপ্টেম্বরে ‘মাইন্ডফুলনেস: পিস উইদিন’ শিরোনামে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজন করে লাস্ট মাইল লাইফ। কর্মশালার নলেজ পার্টনার ‘মনের স্কুল’ এর সহযোগিতায় দু’ঘন্টার কর্মশালায় মানসিক স্বাস্থ্য এবং এর গুরুত্ব ও সচেতনতা, মাইন্ডফুলনেস আয়ত্ত্ব করার কৌশল বিষয়ক আলোচনা করা হয়। কর্মশালাটিকে আরো বেশি প্রাণবন্ত, বিস্তর এবং কার্যকর করে তুলতে সহায়তা করে নিকুঞ্জ.কম এবং গ্রেস। প্রশিক্ষক হিসেবে মাইন্ডফুলনেসের আদ্যোপান্ত নিয়ে ছিলেন বাংলাদেশী মনোবিদ এবং স্বনামধন্য মানসিক স্বাস্থ্য পরিচর্যা সংস্থা ‘বিডিলিসেনার্স’ এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ রাফি। কর্মশালায় অংশগ্রহণকারীদের সিংহভাগই ছিল তরুণ প্রজন্ম, যারা এই মহামারীর সময়ে মানসিক অবসাদ ও অস্থিরতার বিরুদ্ধে লড়াই করতে কৌশলগত মাইন্ডফুলনেস চর্চার দিক নির্দেশনা পেয়েছেন।
ভলান্টিয়ার অপরচ্যুনিটস এর উদ্যোগ লাস্ট মাইল লাইফ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কাজ করছে শান্তি প্রতিষ্ঠা, চরমপন্থা নির্মূল, এবং শান্তি প্রতিষ্ঠায় তরুণদের অংশগ্রহনে উদ্বুদ্ধ করতে। ২০১৯ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে দেশের বিস্তৃত পরিসরে সামাজিক শান্তি, সংহতি প্রতিষ্ঠায়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ