জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‌্যাব -১৪ অভিযান চালিয়ে তিন মাদককারবরীকে আটক করেছে।

বুধবার (১৫সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১৪,ভৈরব ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা ৩৫ কেজি গাঁজা,৪৪০পিস ইয়াবা,একটি প্রাইভেটকার ও মাদক বিক্রয়ের নগদ চার হাজার টাকা ও জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নজরুল ইসলাম এর ছেলে মোঃরাসেল মিয়া,মৃত আবুল হাসেম এর ছেলে মোঃআল আমিন,মৃত হারুন মিয়ার ছেলে মোঃ জুনায়েত হোসেন র‌্যাব-১৪,ভৈরব ক্যাম্প কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃত আসানীরা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা ও ইয়াবা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে