ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।আমাদের শিক্ষার্থীদের প্রায় শতভাগ টিকা গ্রহন নিশ্চিত করেই যথাশীঘ্রই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মঞ্জুরী কমিশনের সঙ্গে ভার্চুয়াল সভা শেষে উপাচার্য সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। উপাচার্য বলেন, আজকের সভায় আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীকে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে জন্মনিবন্ধন দিয়ে প্রথমে মঞ্জুরী কমিশনের নতুন অ্যাপে এবং পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। শতভাগ রেজিস্ট্রেশন ও টিকা গ্রহনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় খুলে দিবে।
উপাচার্য সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ইসলামি বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা প্রায় শতভাগ এক ডোজ/দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ২৭শে সেপ্টেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন গ্রহণের জন্য আহবান জানান উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, ইবি প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
ক্যাম্পাস ডেস্ক।। বিডি টাইমস নিউজ