জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।আশুগঞ্জে দেড় লক্ষ মিটার কারেন্ট জাল ও পাঁচ সেট চায়না রিং (ম্যাজিক জাল) জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল১১টা পর্যন্ত মেঘনা নদী, চরচারতলা ও বাজার চারতলা বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য ৪৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে মৎস অফিস। পরে এসব জাল জনসম্মুখে এনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। সর্বনাশা এই জালের ব্যবহার আমাদের মৎস্য সম্পদকে হুমকির মুখে ফেলবে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধিতে এসব জাল অত্যন্ত ক্ষতিকর। তাই, এসব জালের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আলোকে নৌ পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয় ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে