জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উক্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ ও তৈরী খাবারের পেকেটের গায়প মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত ৩টি বেকারিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী। এসময় ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মোঃআক্কাস আলীসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী বলেন,র্যাবের সারাদেশ ব্যাপী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ।
এসময় তিনটি বেকারীতে খাবারে কেমিকেল ও রং এর ব্যবহার,নোংরা -অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও তৈরী খাবারের গায়ে মেয়াদ না থাকায় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা মোতাবেক আনন্দ বেকারিকে ২৫ হাজার,রাসেল বেকারিকে ২০ হাজার ও নন্দন বেকারিকে ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন র্যাবের পাশাপাশি স্থানীয়ভাবেও উক্ত ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ