বাসায় হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লো, হাসপাতালে যাওয়ার মত অবস্থা নেই, আবার গেলেও নানান সমস্যা, কোভিড রোগী কিনা? সেই প্রকৃয়া শেষ করে মূল চিকিৎসা পেতে লেগে যায় দীর্ঘ সময়। ইমার্জেন্সি রুগী, লাগবে আইসিইউ, দ্রত কোন হাসপাতালে নেবেন? কোথায় আইসিইউ খালি আছে? কাছাকাছি কোথায় গেলে মিলবে ইমার্জেন্সি চিকিৎসা সেবা? ডাক্তারের কাছে এপয়েনমেন্ট নেওয়া ও চেম্বারে গিয়ে দীর্ঘ সময় বসে থাকা, এটি একটি কঠিন ধর্য্যের পরিক্ষার মত। এমন সকল বিষয়ের সমাধান পেতে অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে তৈরি করা হয়েছে Hospitalin নামকঅ্যাপস। যেখানে মিলবে সকল ধরনের মেডিকেল সেবা। এখানে আপনার উচ্চতা, ওজন, বয়স, লিঙ্গ, রক্তের গ্রুপ, পেশার তথ্য সংযোজনের ব্যবস্থা আছে, আপদকালিন সময়ে আপনি যখন চিকিৎসা সেবা নেওয়ার জন্যে ডক্টরকে ফোন করবেন, ডক্টর তথ্যগুলো অবগত থাকবে। এতে সময় বাচবে, পাশাপাশি সঠিক রোগ নির্ণয়ে সুবিধা হবে।

অ্যাপস’টির কারিগরি দিকটি দেখছেন ডঃ জুবায়ের আহমেদ, তিনি এ্যাপসটি সম্পর্কে বলেন, ব্যাকগ্রাউন্ড প্লাস ক্যারিয়ার, মেডিকেল সায়েন্স হলেও প্রোগ্রামিংয়ের প্রতি টান ছিল বেশ আগে থেকেই এবং কোডিংয়ের প্রতি ঝোঁক থেকেই মনে হত মেডিকেল নলেজ এবং সফটয়ার প্রোগ্রামিংকে কাজে লাগিয়ে ভাল কিছু একটা করা সম্ভব। সেখান থেকেই হসপিটালিনের যাত্রা। টার্গেট ছিল ডাক্তারদের চেম্বারের এপয়েন্টমেন্ট সহজে অ্যাপের থ্রোতে নিয়ে আসা সম্ভব কিনা এবং চিকিৎসক কমিউনিটি থেকে অভূতপূর্ব রেসপন্স পেয়ে মনে হয়েছে আমরা একটা হেলথ কমিউনিটি গড়ে তুলতে পারি হসপিটালিনের মাধ্যমে। যেখানে ডাক্তারদের একটা প্রফেশনাল একাউন্ট থাকবে এবং রোগীরা পাবে ডাক্তারদের একটা পারমানেন্ট লিংক’।

অ্যাপস’টি একই সাথে ডাক্তারদের জন্যেও অনেক উপকারি ও ফিচার সমৃদ্ধ। এটি দিয়ে ডাক্তার নিজেই তার রুগীদের সিরিয়াল মেইনটেন করতে পারবেন। রয়েছে রোগিদের রোগ ইতিহাস সংরক্ষনের ব্যবস্থা। এর পাশাপাশি রয়েছে কাজের পরিবেশগত বা বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে বগিং ও শেয়ারিংয়ের সুবিধা।হসপিটালিনের আরেক উদ্দোক্তা মো: বেলায়েত হোসেন এ্যাপস টি সম্পর্কে বলেন” নিজেকে শুধুমাত্র চিকিৎসক পরিচয়ে আটকে রাখতে চাইনি কিছুতেই। মনের মাঝে সবসময়ই একটা কথা ঘুরে ফিরে বেড়াত- এমন কিছু করতে হবে, যেন মানুষ আমার চিকিৎসক পরিচয়ের বাইরেও আমার কাজ দিয়ে অন্য একটা পরিচয়ে মনে রাখে।

সেই ভাবনাই আমাকে জুড়ে দেয় হসপিটালিনের সাথে। একই সাথে চিকিৎসক এবং রোগী বান্ধব একটি অ্যাপ হসপিটালিন। প্রথম থেকেই পরিকল্পনা ছিলো, একজন চিকিৎসক হিসেবে আমি যা যা চাই বা প্রত্যাশা করেছি, তার সবটা যেন পূরণ করতে পারে হসপিটালিন। এখন পর্যন্ত আমাদের চিকিৎসক কম্যিউনিটির প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, আমরা আমাদের সেই প্রাথমিক লক্ষ্যে সফল হতে পেরেছি। সত্যিকার অর্থেই একটি চিকিৎসক ও রোগী বান্ধব অ্যাপ্লিকেশন আমাদের হসপিটালিন। আর রোগীদের জন্য হসপিটালিন খুলে দিয়েছে চিকিৎসা সেবা সহজ এবং সুন্দরতম উপায়ে পাবার জানালা।

কিভাবে পাবেন অ্যাপস’টি
অ্যাপস’টির নাম Hospitalin।। Google Paly store এ Hospitalin org নামে পেয়ে যাবেন এ্যাপটি।
https://play.google.com/store/apps/developer?id=Hospitalin.org

আপনি Find Doctor অপশানটিতে পাবেন Emergency Doctor (Active Now) বাটন, যেখানে ক্লিক করলেই আপনি নিমিশেই জানতে পারবেন, আপনার আশে-পাশে কোন ডাক্তার এই মূহুর্তে আপনাকে সেবা দেওয়ার জন্যে প্রস্তুত রয়েছে। হোক সেটা গভীর রাত বা ভোর বেলা। আপনি চাইলেই ডাক্তারের সাথে অডিও বা ভিডিও কলে কথা বলতে পারবেন, নিতে পারবেন প্রেসক্রিপশান সহ যাবতীয় চিকিৎসা সেবা। এখানে আপনি জানতে পারবেন চিকিৎসক কোন চেম্বারে কখন বসেন, পাশাপাশি দিতে পারবেন অনলাইনে সিরিয়াল, সময় মত পাবেন সিরিয়ালের নোটিফিকেশান। জানতে পারবেন ডাক্তারের ফি কত? সাথে আরো পাবেন চেম্বারের লোকেশান ও কোন পথে যাবেন সেটার রুট বা নির্দেশনা।

আপনি চাইলেই Profile Details এ গিয়ে জেনে নিতে পারেন চিকিৎসকের জীবন বিত্তান্ত, অর্থাৎ ডাক্তার কোন বিষয়ে বিষেশজ্ঞ, ডাক্তারের বেসিক ডিগ্রি কি? ডাক্তারের স্পেশালিস্ট ডিগ্রী কি এবং কোথায় থেকে সেই ডিগ্রি তিনি অর্জন করেছেন। আরো জানতে পারবেন তিনি বর্তমানে কোন প্রতিষ্ঠানে কি পদমর্যাদায় বহাল রয়েছেন।এর পাশাপাশি আপনি আরো জানতে পারবেন চিকিৎসক BDMC এর ভেরিফাইড ডাক্তার কিনা? আপনি চাইলে Search BDMC number অপশানে গিয়ে তার BDMC number ও চেক করে নিতে পারবেন।

যদি আপনি কোন ডাক্তারের নাম ধরে খুজতে চান, Search by Name অপশান দিয়েও আপনি সে কাজ করতে পারেন, যদি আপনার কাছে ডাক্তারের QR Code যুক্ত ভিজিটিং কার্ড থাকে, আপনি Scan QR Code এ ক্লিক করে QR Code স্ক্যান করে সহজেই উক্ত ডাক্তারকে পেতে পারেন ও তার কাছ থেকে সেবা নিতে পারেন।এছাড়াও আপনি চাইলে এই এ্যাপসের সাহায্যেই খুঁজে বের করতে পারেন বিশেষজ্ঞ ডাক্তার। ধরুন, মধ্যরাতে আপনার বুকে ব্যাথা শুরু হলো, আপনি Specialists বাটনে ক্লিক করলেই পাবেন সকল বিভাগের লিস্ট, সেখান থেকে কার্ডিওলোজিস্ট সিলেক্ট করলেই আপনি পেয়ে যাবেন আপনার কাছাকাছি যত স্পেশালিস্ট কার্ডিওলোজিস্টের বিস্তারিত এবং চাইলেই নিতে পারবেন তাদের সেবা ও পরামর্শ।

বর্তমান সময়ের প্রেক্ষিতে সচারচর আমাদের চারপাশে প্রায়ই আমরা শুনতে পাই আইসিইউ এর ক্রাইসিস, ইমার্জেন্সি রুগী, লাগবে আইসিইউ, দ্রæত কোন হাসপাতালে নেবেন? কোথায় আইসিইউ খালি আছে? কাছাকাছি কোথায় গেলে মিলবে ইমার্জেন্সি চিকিৎসা সেবা?  সমাধান Hospitalin|

এই এ্যাপসটির মাধ্যমে সহজে আপনি জানতে পারবেন, কাছাকাছি কোন হাসপাতালের আইসিইউ খালি আছে। আইসিইউ এর ফোন নাম্বার এবং সয়ংক্রিয় ফোন করার সুবিধা। সাথে আরো পাবেন হাসপাতালের লোকেশান ও কোন পথে যাবেন সেটা রুট প্ল্যান বা দিক নির্দেশনা । ভবিষৎ চিন্তায় আরো রয়েছে এ্যাম্বুলেন্স সেবা, ফার্মেসি ও ঔষধ সরবরাহ সেবা, নার্স সেবা, বিদেশে ডাক্তারের এপয়েনমেন্ট সহ যাবতীয় চিকিৎসা সেবা ও সহোযোগিতা।

শুরুটা ছিল চার বন্ধুর ব্যাক্তিগত প্রচেস্টা থেকে, একেবারেই নিজস্ব অর্থায়নে, নিজেরা রাতজেগে পরিকল্পনা, ডক্টরস বøগে সবার প্রশ্নের উত্তর, মেইলের উত্তর দেওয়া। খুব অল্প সময়ে হসপিটালিন পৌঁছে গেছে ৩০০০ এর ও বেশি চিকিৎসকের কাছে। এখানেই শেষ নয়, প্রতিটি ডাক্তারের বিডিএমসি নাম্বার চেক করা থেকে শুরু করে সার্টিফাইডের প্রতিটি কাজ সম্পন্ন করেছেন উদ্দোক্তরা নিজ হাতে। এ প্রসঙ্গে উদ্দোক্তা ডঃ আব্দুল্লাহ বীন সাঈদ বলেন : আপনার বাসার কাছে কোন ডাক্তার আছে তা কি আপনি জানেন? আমি নিজেই তো জানি না। আমাদের এ্যাপ কিন্তু সেই গ্যাপটা পুরা করছে। এখানে থাকছে ম্যাপে আপনার চারপাশের ডাক্তার খুজে পাওয়ার সুবিধা, যেটা অন্য কোন এ্যাপসে নেই। আমরা দিচ্ছি ডাক্তার এর লোকেশন ধরে অন্য ফিচারগুলো, যেটা হয়ত অনেকের কাজে দিবে।

ডাউনলোডে করে নিজের প্রোফাইল টি আপডেট করে রাখুন, ডাক্তারের সুবিধা হবে আপদকালীন আপনার চিকিৎসা সেবা দিতে। সব মিলিয়ে এতো স্বল্প সময়ে সকলের কাছে গ্রহনযোগ্যতা ও চিকিৎসকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে সংশ্লিষ্টরা বলছেন, এই এ্যাপটি খুব শিঘ্রই তার সেবা ও গ্রহনযোগ্যতা দিয়ে বাংলাদেশে তথা সারা বিশ্বে তাদের নিজেদের দ্যুতি ছড়াবে।নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে