বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বাফুফেকে ১৪ টি খাতে আগামী দুই বছরের জন্য সাড়ে ২২ লক্ষ মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। দেশের ফুটবলের দুরবস্থা কাটিয়ে উঠতে এমন সহায়তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চান বাফুফে কর্তারা। পাশাপাশি এবার যেন পরিকল্পনাগুলো ভেস্তে না যায়, সেজন্য বেশ সতর্ক অবস্থানে থাকতে চায় ফেডারেশন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতির এমন অকপট স্বীকারোক্তি নতুন নয়। একেকটি পরিকল্পনার ঘোষণা আর তারপর ভুলে যাওয়ার ঘটনা এখানে হরহামেশাই ঘটে। বাস্তবে কথায় আর কাজের বিস্তর দূরত্বের কথা এখন সবার জানা। দেশের ফুটবলে দুরবস্থার আজকের যে চিত্র, সেটির পুরো দায় এই ফেডারেশনের কাঁধেই বর্তায়।এমন দুরবস্থার জন্য ‘আর্থিক সংকটে টালমাটাল’ বলে দায়ভার এড়ানোর প্রচেষ্টা ছিল ফেডারেশনের। বিভিন্ন খাতে আর্থিক সহায়তা দিতে এবার এগিয়ে এসেছে স্বয়ং ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসছে দুই বছরের জন্য ১৪টি খাতে বাফুফেকে ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ফিফা। তৃণমূলে জোর দিয়ে বাফুফে সহ সভাপতি চান দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে।

বাদল রায়ের ভাষায়, নিশ্চয়ই আমরা ভুল করেছি। নাহলে ১৯৩ তে (র‍্যাঙ্কিং) গেলাম কেনো? এ তো স্বীকার করতেই হবে। আমাদের ফুটবলকে তুলে আনার জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটা প্রয়োজন সেটা কিন্তু আমরা সবাই স্বীকার করেছি যে, তৃণমূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেটার ওপর নির্ভর করেই দেয়া হয়েছে পরবর্তী পরিকল্পনা, বলছিলেন বাদল রায়।তবে, এমন পরিকল্পনা অতীতে নেয়া হয়েছিলো বেশ কয়েকবার, সেসব পরিকল্পনাও ভেস্তে গেছে সময়ের সাথে সাথেই। এবার কতোটুকু বাস্তবায়ন করতে পারবে বাফুফে?
আমরা যারা আছি, এবার তারা একটু সতর্ক। যেই ক্যাটাগরিতে যেভাবে টাকাটা আসবে সেটা যেনো সেভাবেই ব্যবহার হয়। আর এটা যদি অন্য কোন উন্নয়নের জন্য ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নিয়ে করতেই পারে।’ বলছিলেন বাদল রায়।

তবে, ফুটবলের দুরবস্থা কেটে যাবে রাতারাতি, এমন দিবাস্বপ্নে মগ্ন নন খোদ এই ফেডারেশন কর্তাও।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে