এএইচএফের শর্ত মেনে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসছে ফ্লাডলাইট। কৃত্রিম আলোর নিচে হবে এশিয়া কাপ হকি। দিন দুয়েকের মধ্যে দরপত্র আহ্বান করবে জাতীয় ক্রীড়া পরিষদ। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্লাডলাইট বসানোর নিশ্চয়তা দিচ্ছে এনএসসি।
ফ্লাডলাইটের আলোতে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু’র ম্যাচ হবার কথা ছিলো। কিন্তু পরিকল্পনা মন্ত্রনালয়ের অনুমোদন পেতে দেরি হয়ে যায়। দিনের আলোতে হয় ওয়ার্ল্ড হকি লিগ।কিন্তু এশিয়া কাপ আয়োজনে অন্যতম শর্ত ছিলো স্টেডিয়ামে ফ্লাডলাইট। এএইচএফ-এর এ কঠিন শর্তের পরই নড়েচড়ে বসে ফেডারেশন। দুইবার প্রকল্প পরিবর্তন হয়ে গত মাসের শেষ সপ্তাহে বরাদ্দ মিলে ১০ কোটি টাকা। দিন দুয়েকের মধ্যে আহ্বান করা হবে দরপত্র। যাচাই বাছাই শেষ এপ্রিলের শেষ সপ্তাহে দেয়া হবে কার্যাদেশ।
হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর কাজ তদারকিতে থাকবে জাতীয় ক্রীড়া সংস্থা। সেপ্টেম্বরের মধ্যেই কাজ বাস্তবায়নের পরিকল্পনা আছে।মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর পর ঘরোয়া হকিও আয়োজন করা যাবে কৃত্রিম আলোতে। যা হকিকে আরও দর্শক জনপ্রিয় করে তুলবে বলেই বিশ্বাস ফেডারেশনের কর্মকর্তাদের।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ