ফসল উৎপাদনে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় অল্প পানিতে উৎপাদিত ফসলের আবাদ বাড়াতে নেত্রকোণার কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
নেত্রকোণায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করে বোরো ধান আবাদ হচ্ছে এক লাখ ৩৪ হাজার হেক্টর জমিতে। ফলে দিন দিন নেমে যাচ্ছে পানির স্তর।কৃষি গবেষকরা বলছেন, নেত্রকোণায় বছরে উত্তোলন করা হচ্ছে প্রায় দুই লাখ ৬৮ হাজার কোটি লিটার পানি। অতিরিক্ত ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এজন্য গম, ভুট্টা, সরিষা, মিষ্টি আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এতে কৃষকদের সাড়াও পাওয়া যাচ্ছে বেশ ভালো।চলতি বছর নেত্রকোণায় গম, সরিষা, ভূট্টা, মিষ্টি আলু, চীনা বাদাম মিলিয়ে গড়ে প্রায় ৯৭৫ হেক্টর জমিতে বাড়তি আবাদ হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ