নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য বাস-মিনিবাসে আসন সংরক্ষণের শর্ত থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। বিআরটিসি বাস ও অন্যান্য গণপরিবহনে সংরক্ষিত আসনে বসেন পুরুষ যাত্রী। নারী দুর্ভোগ কমাতে গণপরিপবহনের এসব আসনে পুরুষ বসলে শাস্তির বিধান রেখে আইন করছে সরকার। এ লক্ষ্যে আইনের খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
২০০৮ সাল থেকে গণপরিবহনে নারীদের জন্য ৩০ ভাগ আসন সংরক্ষণ করে দেয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। ঢাকায় চলাচল করা মিনিবাসগুলোতে চালকের বাঁ পাশের লম্বা আসন ও চালকের আসনের পেছন থেকে নয়টি সিট নারীদের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেখানে নারী নয় বসছেন পুরুষ যাত্রীরা।
সংরক্ষিত আসন বাধ্যতামূলক হলেও বিআরটিসির অনেক বাসে নারী আসনই নেই। এদিকে শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে কোনো যাত্রী বসলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে চাহিদার তুলনায় গণপরিবহন কম বলে সবরকম যাত্রীদের সুবিধা বিবেচনা করে আইন চুাড়ান্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনেই সড়ক পরিবহনের নতুন আইনের বিল উত্থাপিত হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ