নিউজ ডেস্ক ।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)’তে ২১’শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে শোক র্যালি, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১’শে আগস্ট) সকাল ১০’টায় প্রথমে শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে ২১’শে আগস্ট’কে প্রতিপাদ্য করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি সঞ্চালনায় সভায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন। এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ জুমা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদ, নোবিপ্রবি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের ছোট ভাই মো. হাসান ইমাম সেন্টু ও নোবিপ্রবি (আইএসএলএম) বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র সাইফ উদ্দিনের স্মরণে নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
ক্যম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ