আসছে ২৩ মার্চ শুরু হচ্ছে ১২তম ঢাকা মোটর শো-২০১৭। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হবে এই আয়োজন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল।

এবারের মেলায় বিশ্বের একশো ৮০টি প্রতিষ্ঠানের ৩শো ৬০টি স্টল থাকবে। বাংলাদেশে অটোমোটিভ ও অটো-কম্পোনেন্টকে এগিয়ে নেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রদর্শনীটি মোটর ইন্ডাস্ট্রির ওয়ানস্টপ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

প্রদর্শনী চলবে ২৫শে মার্চ পর্যন্ত। এছাড়া এই মেলায় একই সাথে আয়োজন  করা হয়েছে ৩য় ঢাকা বাইক শো ২০১৭, ২য় ঢাকা অটোপার্টশ শো ২০১৭ এবং ঢাকা কমার্শিয়াল অটোমেটিভ শো ২০১৭।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে