ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখনও কর বান্ধব নয়। কর প্রশাসনের জটিলতায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়ছে না। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। আর বিশ্বব্যাংকের মতে, ২০২১ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হলে মূলধারার অর্থনীতিতে নারী শ্রমিকের হার আরো বাড়াতে হবে। রোববার রাজধানীর অর্থনৈতিক সম্মেলনে এসব বিষয় উঠে আসে।
গত কয়েক বছর ধরে স্থবিরতা দেখা গেছে বেসরকারি বিনিয়োগে। জিডিপির ২২ ভাগের মধ্যেই আটকে আছে এ খাতের বিনিয়োগ। অন্যদিকে, সরকারি বিনিয়োগের পরিমাণ মোট জিডিপির প্রায় সাড়ে সাত ভাগ। অর্থনীতিবিদদের মতে, ব্যক্তি বিনিয়োগ বাড়ানো না গেলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। বিনিয়োগের বাধা দূর করতে অবকাঠামোগত সুবিধা ও কর জটিলতা দূর করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা।
বিশ্বব্যাংকের হিসেবে, দেশের পুরুষ শ্রমশক্তির ৮৪ ভাগই অংশ নেয় শ্রমবাজারে। নারীদের ক্ষেত্রে তা মাত্র ৩৪ ভাগ।
২০৩০ সালের মধ্যে ৯ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে নারী শ্রমশক্তির অংশগ্রহণ আরো বাড়তে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকলে ২০৪০ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে বলে আশাবাদী অর্থনৈতিক বিশ্লেষকগণ ।
ইকোনমিক নিউজ, বিডি টাইমস নিউজ