রেজা মাহমুদ,নীলফামারী প্রতিনিধি|| নীলফামারীর উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টাতেই নতুন করে ২৩ জন সংক্রমিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়,গত শুক্রবার ( ১৭জুলাই) ঢাকা এবং দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে নতুন করে ৪৫ জনের করোনা সনাক্ত হয়। এদের মধ্যে উত্তরা ইপিজেডের ২৬ জনের ২৩ জন চীনা নাগরিক। আক্রান্তদের মধ্যে ১৮ জন এভারগ্রিন প্রোডাক্টের এবং কার্ডবিডির ৫ জন চীনা নাগরিক রয়েছেন। সিভিল সার্জন রনজিৎ বর্মন জানান,উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ ৯৭ জন করোনায় সংক্রমিত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ৫৮১ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪৩২ জন। স্বাস্থ্য বিভাগ জানায় গত শুক্রবার পর্যন্ত ৪ হাজার ৬২৮ জনের নমুনা পাঠানো হলেও ফলাফল এসেছে ৪ হাজার ৬১০ জনের।
রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ