আব্দুল্লাহ্ আল-মামুন, সিরাজগঞ্জ|| সিরাজগঞ্জে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যরে ভিত্তিতে সদর উপজেলার তেলকুপি ও পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী দুই সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে র‍্যাব-১২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় কারখানা গুলোতে সরোজমিনে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী ও পুরোনা তেল ব্যবহার, কারিগরদের কোন সুরক্ষা সামগ্রী না থাকা এবং ঝুঁকিপৃর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী মজুদ করে রাখা হয়েছে। প্রতিষ্ঠান গুলোর বিএসটিআই কর্তৃক অনুমোদিত হলেও কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা প্রস্তুত করছেন খাদ্য সামগ্রী।অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, জনগণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আমরা এ অভিযান পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় ২টি সেমাই প্রস্তুতকারক ব্যবসায়ী মেহমান সেমাই ৩৮,৪৩,৫২ ধারা ও এস.কে.ডি সেমাই কারখানাকে ৩৮,৪৩,৪৫ ধারায় ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় র‍্যাব-১২ এর সহকারী পরচিালক মোঃ মহিউদ্দিন মিরাজ জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন খাদ্য প্রস্তুতকারক ব্যবসায়ীদরে বিরুদ্ধে র‍্যাব সব সময়ই সোচ্চার এবং আগামীতে ও এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে