ভবিষ্যতের খাদ্য ও সামাজিক নিরাপত্তা অর্জনে সমুদ্র সম্পদকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় আই/ও/আর/এ লিডার্স সামিটে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশে থাকার আহ্বানও জানান তিনি।
ভারত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট আইওআরএ-র প্রথম লিডার্স সামিট এটি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১টি সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
সামিটের উদ্বোধনী পর্বে একমঞ্চে সমবেত হন নেতারা। সূচনা বক্তব্য রাখেন সংস্থার চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় লিডার্স সামিটের মূল আনুষ্ঠানিকতা। সাধারণ অধিবেশনে সমুদ্রভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, সমুদ্র সম্পদ কাজে লাগানোর মধ্যদিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পাশাপাশি অর্জন করতে চায় টেকসই উন্নয়ন লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, যে বৃহত্তর লক্ষ্যের পথে বাংলাদেশ অগ্রসর হচ্ছে ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রপথ ধরে উন্নয়নের লক্ষ্য পূরণ তার একটি অংশ। সমুদ্রে সহযোগিতা জোরদার করে ভারত মহাসাগরকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করবো আমরা।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তার সরকারের কঠোর অবস্থানও তুলে ধরেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরো বলেন, উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। আশা করছি, সন্ত্রাসবাদ দমনে আইওআরও-এর ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়বে। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমুদ্রের সম্পদের ওপর ভিত্তি করে জল ও বায়ু শক্তি ব্যবহারের মাধ্যমে আমরা নবায়নযোগ্য শক্তির বলয় গড়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি জ্বালানি নিরাপত্তায় নতুন পৃথিবী গড়তে ভারত মহাসারীয় অঞ্চলের দেশগুলোও আমাদের সঙ্গে যোগ দেবে। সামিটের সাইড লাইনে, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এবং ভারত, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ