ছাত্র রাজনীতিতে নিয়মিত ছাত্রদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে অংশ নেয়া প্রায় ১৮ হাজার গ্র্যাজুয়েটের উদ্দেশ্যে তিনি একথা বলেন। সমাবর্তনে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও’র প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমাকে।

এ উল্লাস আকাশ ছোঁয়ার। এ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার। যে কোনো শিক্ষার্থীর জীবনে সবচেয়ে কাঙ্খিত মুহূর্ত সমাবর্তন। তাই দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে অংশ নেয়া প্রায় ১৮ হাজার গ্র্যাজুয়েট আনন্দ আর উল্লাস করেই শিক্ষা জীবনের আনন্দঘন এই ক্ষণটিকে উদযাপন করলেন।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য কিংবা কার্জন হল, পুরো ক্যাম্পাসই উৎসবমুখর হয়ে ওঠে এসব গ্র্যাজুয়েটের পদচারণায়। যে যেভাবেই পেরেছেন স্মৃতিবিজরিত ক্যাম্পাসে শেষ মুহূর্তকে ধারণ করে রেখেছেন নিজের মত করে। শিক্ষার্থীরা বলেন, অনেক ভালো লাগছে। তারা বলেন, এই ক্যাপ এই ড্রেস আসলে আমার ‘মা এবং বাবা’। সন্তানের এমন বিশেষ দিনে মা- বাবার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের চোখে- মুখেও ছিলো বাধভাঙ্গা উল্লাস। অভিভাবকরা বলেন, ‘আজকে চোখের পানি আসলে আনন্দের পানি কষ্টের না।’

শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সমাবর্তনস্থলে উপস্থিত হন। এরপর শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। এতে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হয় বাংলাদেশি বংশোদ্ভুত কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও’ র প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমাকে। বক্তৃতায় তিনি মেধা ও নৈতিক চর্চার মধ্য দিয়ে মানব সেবা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অমিত চাকমা বলেন, নিজেও অন্যায় করবেন। অন্যকে অন্যায় করতে দেবেন না। দুর্নীতি করবেন না। সাধারন মানুষের ও সমাজের দুর্বল মানুষের মানবাধিকার নিশ্চিত করবেন।

সভাপতির বক্তব্যে ডাকসু নির্বাচন প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, অবিলম্বে এ নির্বাচন না হলে ভবিষ্যতে দেশের রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে। রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন অবশ্যই দরকার। ডাকসুর নির্বাচন না হলে ভবিষ্যত রাজনৈতিক শূন্যতা তৈরি হবে।

এবারের সমাবর্তনে ৮০ জন গ্র্যাজুয়েটকে ৯৪টি স্বর্ণপদক, ৬১ জনকে পিএইচডি এবং ৪৩ জনকে এমফিল ডিগ্রিও দেয়া হয়।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে