রাজধানীতে ভূমির যথাযথ অর্থনৈতিক ব্যবহার হচ্ছে না বলে মনে করছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা। এজন্য বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় ও পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস আয়োজিত বিশ্ব ব্যাংকের সাথে ঢাকার অর্থনীতি শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে রাজধানীর ভূমিকাই মূখ্য। তাই ঢাকাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তৈরি পোশাক ওষুধসহ নানা শিল্প। দিন দিন এই শহর হয়ে উঠছে বিশ্বের গুরুত্বপূর্ণ মেগাসিটি। বাড়ছে মানুষের ঘনত্ব।
কিন্তু বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর তুলনায় ঢাকার ভূমির অর্থনৈতিক ব্যবহার কম বলে মনে করছে বিশ্ব ব্যাংক। বিশেষজ্ঞদের মতে রাজধানীর ভূমি বন্টনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। শিল্প বিকেন্দ্র্রিকরণের উদ্যোগও কাজে লাগেনি। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী বর্তমানে রাজধানীবাসীর গড় আয় ৩৮ হাজার টাকা। আর জাতীয় আয়ের ৩৩ ভাগই আসে এখান থেকে।