শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হবে বলে আবারো হুঁশিয়ার দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার সকালে উত্তরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রস্তাবিত ‘উচ্চশিক্ষা কমিশন আইন’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে এসময় জানান শিক্ষামন্ত্রী। রোববার প্রস্তাবিত ‘অ্যক্রিডিটেশন কাউন্সিল আইনের খসড়া অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

সমাবর্তনে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্স বর্ধন শ্রিংলা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়। এছাড়া ভালো ফল করায় ৩ জনকে চ্যান্সেলার স্বর্ণ পদক দেয়া হয়। বাণিজ্যিক মানসিকতা পরিহার করে বিশ্ববিদ্যালয়ের খরচ অভিভাবকদের সামর্থের মধ্যে রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে