বাংলাদেশে যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কোন সার্চ কমিটিই সফল হয়নি বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। শনিবার দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, সর্বশেষ সার্চ কমিটিকে দেয়া সময় পর্যাপ্ত ছিল না।
অবসরপ্রাপ্ত বিশিষ্ট আমলা ড. আকবর আলী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তবর্তীকালীন সরকার প্রয়োজন কিনা তার জন্য গণভোটের প্রস্তাব করা যেতে পারে। গত ৬ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান কমিশনারসহ ৫ সদস্যের নাম অনুমোদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন গেজেট আকারে তা প্রকাশ করে সরকার।
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পান সাবেক সচিব কে এম নুরুল হুদা। অপর চার কমিশনার হলেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী। কমিশনারদের নাম প্রকাশের পর বিএনপি-সিপিবিসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর আগে জানুয়ারি মাসে সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন পক্ষ। অবশ্য সরকারি দলের পক্ষ থেকে এসব প্রশ্ন ও সমালোচনাকে প্রত্যাখ্যান করা হয়েছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ