তথ্যপ্রযুক্তি খাতে নির্বাচিত উদ্ভাবনী কৌশল ও পণ্যের জন্য সরকার এক কোটি টাকা পর্যন্ত সিড মানি দেবে। প্রযুক্তি সংশ্লিষ্ট নারীদের জন্য আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ন্যাশনাল হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া আগামী দুই বছরে দুই লাখ নারীকে প্রযুক্তি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

দেশে মাত্র নয় ভাগ নারী কাজ করছে প্রযুক্তি খাতে। তথ্য ও প্রযুক্তির সাথে যুক্ত নারীদের নিয়ে রাজধানীতে শুরু হয়েছে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ন্যাশনাল হ্যাকাথন। যা মূলত সমস্যা সমাধানের প্রতিযোগিতা। এটা অনেকটা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাস্তবিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা। ৩৬ ঘন্টার এ অনুষ্ঠানে অংশ নিয়েছে ৫০০ নারী।

স্বাস্থ্য, সংস্কৃতি, কৃষি ও ব্যবসাসহ মোট নয়টি বিষয়ে প্রজেক্ট তৈরি করছে প্রতিযোগী নারীরা। দলগতভাবে সমস্য সমাধানের চেষ্টা করবেন তারা। প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে দুই লাখ নারীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এছাড়া এ খাতে উদ্ভাবনী কৌশল ও পণ্যের জন্য সিড মানি হিসেবে প্রথম চার মাসে এক কোটি টাকা পর্যন্ত দেয়ার কথাও জানান তিনি।

নারীদের একসাথে কাজ করার ক্ষমতা এবং প্রতিযোগিতার মানসিকতা তৈরিতেই আয়োজনের সময় ৩৬ ঘন্টা নির্ধারণ করা হয়েছে বলে জানান বেসিস সহ সভাপতি। প্রতিযোগিতা শেষে নয়টি খাতের বিজয়ীদের মোট ২৭ টি পুরস্কার দেয়া হবে।

তথ্যপ্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে