স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ করোনা ও রোজাকে ঘিরে লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল খায়ের স্বপন ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। গত কয়েকদিন একটি পিকআপ ভ্যানের মাধ্যমে পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে নিজ কাঁধে ইফতার সামগ্রীর বস্তানিয়ে পৌঁছে দিচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে মাঝে।

কাউন্সিলর আবুল খায়ের স্বপনের উদ্যোগে ও তার সার্বিক ব্যবস্থাপনায় ব্লাড ডোনার্স ক্লাব ও স্বাধীন বাংলা ক্রীড়া চক্রের সদস্যরাসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। ইতোমধ্যে তিনি নিরলসভাবে কাজ করে এলাকার মানুষকে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। খাদ্য সামগ্রী পর এলাকায় সাধারণ মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার মহতী কাজ চালু রাখায় প্রসংসার জোয়ারে ভাসছেন কাউন্সিলর আবুল খায়ের স্বপন।

জানা যায়, করোনায় কর্মহীন হয়ে পড়ায় কষ্টে জীবনযাপন করছেন অসহায়, দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষেরা। বিশেষ করে দৈনিক উপার্জনের ওপর নির্ভর করা মানুষদের অবস্থা সবছেয়ে বেশি শোচনীয়। নিজ এলকার এমন সব মানুষদের পাশে করোনা পরিস্থিতির শুরু থেকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল খায়ের স্বপন। এছাড়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা ছুটে বেড়িয়েছেন। কখনো নিজের কাঁধে মেশিন বক্স সেট করে হাটে-বাজারে ছিটিয়েছেন জীবাণুনাশক ওষুধ। শহরের বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে সাধারণ মানুষকে দিচ্ছেন মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার। বিভিন্নস্থানে স্থাপন করেছেন হ্যান্ডওয়াশ কর্নার। পাড়া-মহল্লা ও হাট-বাজারে গিয়ে গিয়ে সাধারণ মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেওয়ার সাথে সাথে খোঁজ রাখছেন অসহায় দুস্থ মানুষদেরও। কখনো ব্যক্তিগত তহবিল, কখনো পৌরসভা থেকে বিতরণ করছেন খাবার সামগ্রী।

লক্ষ্মীপুরে জনপ্রিয় এই কাউন্সিলর করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাতের আঁধারে অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া অব্যাহত রেখেছেন। শহর থেকে শুরু করে গ্রামের বাসিন্দাদের করোনাভাইরাস প্রতিরোধে সচেতন করছেন। হাট বাজারে-মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন।

কাউন্সিলর আবুল খায়ের স্বপন বিডি টাইম্‌স নিউজকে বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ। দেশের এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসাধারণের সেবায় নিয়োজিত হয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের সার্বিক দিক নির্দেশনায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এখন ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলমান থাকবে।

লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে