রাজধানীতে সিনএনজি চালিত অটোরিক্সাগুলোর গায়ে লাগানো পুলিশ কন্ট্রোল রুমের নম্বরগুলো দীর্ঘদিন ধরে অকেজো। যাত্রী সেবার মান উন্নয়নের উদ্দেশ্যে এসব নম্বর দেয়া হলেও দীর্ঘদিন সংযোগ বিচ্ছিন্ন। সিএনজি অটোরিক্সা মালিক সমিতির অভিযোগ পুলিশের গাফিলতির কারণেই এ অবস্থা। আর পুলিশ বলছে, শিগগিরই নতুন নম্বর চালু করা হবে।

রাজধানীতে প্রায় ১৫ হাজার সিএনজিচালিত অটোরিক্সা চলছে। ২০০২ সালে এসব অটোরিক্সায় মিটার বাধ্যতামূলক করার সময় গায়ে সিটিসেলের তিনটি পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দেয়া হয়। যাতে যেকোনো অনিয়মের ক্ষেত্রে যাত্রীরা কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ করতে পারে।

কিন্তু ওই মোবাইল ফোন নম্বরগুলো দীর্ঘদিন ধরেই সংযোগ বিছিন্ন। ফলে চালকদের অনিয়মের বিষয়ে কোন অভিযোগ থাকলেও জানাতে পারছে না যাত্রীরা।নম্বরগুলোর এ অবস্থার বিষয়ে কিছু বলতে নারাজ চালকরা।এ অবস্থায় যাত্রীসেবার মান নিয়ে উঠেছে প্রশ্ন। সিএনজি অটোরিক্সা মালিক সমিতি বলছে, এসব নম্বর তদারকির দায়িত্ব পুলিশের। এগুলো চালুর উদ্যোগ নেয়া হলে মালিকরা সহযোগিতা করবে।পুলিশ বলছে, ইতোমধ্যে নতুন নম্বর নেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব পুরোনো নম্বরগুলো পাল্টে ফেলা হবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে