ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে বন্ধ রয়েছে কল কারখানা, দোকানপাট ও যানবাহনসহ সকল কর্মক্ষেত্র। ফলে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষেরা। এ অবস্থায় আশুগঞ্জ উপজেলার লালপুরের ৭শ কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে এলাকার সনাতনী সমাজ। রোববার সকালে লালপুর স্বর্গীয় সূর্য কুমার দাস চৌধুরীর বাড়িতে বিশেষ চাহিদাগ্রস্থ এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়।

আশুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুহাস দাস চৌধুরীর সভাপতিত্বে বিতরণ কাজ উদ্বোধন করেন বাবু সুভাষ দাস চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান মোঃ মোরশেদ মাস্টার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা মোঃ খলিলুর রহমান, যুবলীগ নেতা মোস্তফা সারোয়ার ও বাকের আহমেদ খানসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধনের পর সনাতনী সমাজের কর্মীরা কর্মহীন বিশেষ চাহিদাগ্রস্থ পরিবারের ঘরে ঘরে চাল, ডাল, ময়দা, আলু ও মিষ্টি কুমড়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ ব্যাপারে উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুহাস দাস চৌধুরী বলেন, সনাতনী সমাজের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। এ অবস্থা চলতে থাকলে আমাদের এ কার্যক্রমও অব্যাহত রাখার চেষ্টা করব।

জহির  সিকদার, ব্রাহ্মণবাড়িয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে