ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুরে করোনায় শ্রমিক সঙ্কটে থাকায় অসহায় কৃষক মফিজ মিয়া ও খায়ের মিয়ার ৬০শতক জমির  ধান কেটে দিয়েছে  উপজেলা যুবলীগ নেতাকর্মীরা।

আজ রোববার সকালে জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান নাজিম,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খানের নেতৃত্বে যুবলীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মীসহ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নেন।

আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল বলেন, করোনায় শ্রমিক সঙ্কটে থাকায় অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছি কসবা-আখাউড়ার সংসদ সদস্য  আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে এবং আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের পরামর্শক্রমে।

এসময় ধান কাটার কাজে অংশগ্রহন করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া, সাধারন সম্পাদক শাহনোয়াজ ভুইয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ফোরকান উদ্দিন ভুইয়া, সিরাজ মেম্বার, দুলাল মেম্বার,আমিনুল ইসলাম,সাদেকুল ইসলামসহ আরও অনেকেই।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে