স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রায়পুরের প্রত্যন্ত অঞ্চলের ৬৭৫ ইমাম মুয়াজ্জিনও ১৭৫ হিন্দু পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে সেলিনা- শহিদ ফাউন্ডেশন।
বৈশ্বিক মহামারী করোনা থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় এমপি সেলিনা ইসলাম সি,আই,পি’র ব্যক্তিগত উদ্যোগে রায়পুর উপজেলার ৭ শত মসজিদে পবিত্র কোরআন খতমের আয়োজন করেন। এমপি পাপুলের পক্ষ থেকে খাদ্য উপহার বিতরণে উপস্থিত ছিলেন, সেলিনা -শহিদ ফাইন্ডডেশনের চেয়ারম্যান এমপি সেলিনা ইসলাম সি,আই,পি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, সাবেক পৌরমেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, ইউপি চেয়ারম্যান সফিক পাঠানসহ অন্যরা। এর আগে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। খাদ্যসামগ্রীর পাশপাশি তিনি নগদ অর্থও বিতরণ করেন।
বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকালে ওয়ার্ড ও ইউনিয়ন তালিকার বাহিরে তিনি নিজেও চলার পথে অসহায়দের খাদ্য ও নগদ অর্থ প্রদান করেন। চলমান করোনা সংকট মোকাবেলায় ব্যক্তিগত অর্থায়নে এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে এমপিদ্বয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবন, তেল ও আলু। সামাজিক দূরত্ব নিশ্চিত করে গত এক সপ্তাহ ধরে ১ম ধাপের এ বিতরণ কার্যক্রম আজ সম্পন্ন করা হয়। মঙ্গলবার দিনভর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সম্মুখে, ৩নং চরমোহনা ইউনিয়নের বাবুরহাটে ও পৌরসভায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে, ৪নং সোনাপুর ইউনিয়নের সোনাপুর দাখিল মাদ্রাসা মাঠে, ৭নং বামনী ইউনিয়নের বাংলাবাজারে, ৬নং কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১০নং রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে, ৫নং চরপাতায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এমপির ব্যক্তিগত সহকারী সোহেল আহমেদ জানান, ২৫ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের খাদ্যসামগ্রী পৌঁছে দেন তার সহধর্মিনী সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম সি,আই,পি।
রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ম ধাপের এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। উল্লেখ্য, এর আগে কাজী শহিদ ইসলাম পাপুলের পক্ষ থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় সদর ও রায়পুরের ২০ ইউনিয়নে ৩৭ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস, সাবান ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় এবং জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, থানা পুলিশদের সুপার ও ডাক্তারদের জন্য ৫শ পিপিই প্রদান করেন এমপি কাজী সেলিনা ইসলাম সি,আই,পি।
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ